দেবীবরণ ও সিঁদুর খেলায় মেতে উঠলেন পাওলি দাম

0
6

সকল বঙ্গবাসীর মত পাওলি দামও মেতে ছিলেন দেবী দশভূজার আরাধনায়। সিঁদুর খেলাতেও রাখলেন না ফাঁক। মাকে বরণ করে , সিঁদুর রাঙিয়ে, আত্মীয় মহিলাদের রাঙিয়ে দিলেন লাল সিঁদুরে। নিজেও রাঙালেন নিজেকে। মাকে বরণ থেকে সেলফি তোলা… সবটাই ধরা পড়ল ক্যামেরার লেন্সে। সাধারণ আটপৌরে লাল পাড় সাদা শাড়ি। কানে কেবল এক জোড়া সোনার দুল। বাকি কোনও গয়নাই নেই। একমাথা সিঁদুর। গালেও তাই। এভাবেই মা দুর্গাকে বিদায় জানালেন অভিনেত্রী। দেবীবরণ ও সিঁদুর খেলার নানা মুহূর্তের ছবি

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে পাওলি লিখলেন “আসছে বছর আবার হবে”।

 

advt 19