দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করলেন ‘জগদম্বা ‘ রোশনি

0
2

রোশনি ভট্টাচার্য। গতকাল মহাষ্টমীর দিন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন রোশনি। বিয়ে করলেন তিনি। রোশনির স্বামী তূর্য সেন। পেশায় ব্যবসায়ী। তাঁরা সম্পর্কে রয়েছেন দীর্ঘদিন ধরে। এ বার আইনত বিয়ে সারলেন এই জুটি। খুব শীঘ্রই তারা সামাজিক বিয়ে সেরে ফেলবেন বলে জানা গিয়েছে। বাংলা টেলিভিশনের এই অভিনেত্রীকে এই মুহূর্তে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে ‘জগদম্বা’র চরিত্রে দেখছেন দর্শক। রোশনির স্বামী তূর্য সেন। পেশায় ব্যবসায়ী। তাঁদের সম্পর্কের কথা ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা জানতেন। এ বার আইনত বিয়ে সারলেন এই জুটি। এ বছরই সামাজিক ভাবেও বিয়ে সেরে নেবেন রোশনি-তূর্য। বিয়ের পরও কেরিয়ারের সঙ্গে কোনও কম্প্রোমাইজ নয়, কাজ চালিয়ে যাবেন রোশনি।

 

advt 19