দূষণ এড়াতে যমুনা, অন্য নদী ও জলাশয়ে প্রতিমা নিরঞ্জন নিষিদ্ধ

0
2

দিল্লিতে যমুনা নদী বা অন্য কোনো জলাশয় ও পুকুরে প্রতিমা বিসর্জন নিষিদ্ধ করল দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (ডিপিসিসি)। দুর্গা প্রতিমা নিরঞ্জন সংক্রান্ত একটি বিস্তারিত নির্দেশিকা জারি করেছে ডিপিসিসি। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে প্রতিমা বিসর্জন বাড়ি বা কমিউনিটি সেন্টারে হতে পারে যেখানে বালতি বা অন্যান্য পাত্রে বিসর্জনের ব্যবস্থা রয়েছে।নির্দেশিকায় বলা হয়েছে, “ফুল, প্রতিমার সাজসজ্জার সামগ্রী (কাগজের তৈরি) ইত্যাদি পুজোর উপকরণ, প্রতিমা বিসর্জনের আগে সরিয়ে ফেলতে হবে। ওই সব উপকরণ বা সামগ্রী পরিবেশগত নিরাপদ ভাবে সংগ্রহ করে রাখতে হবে এবং ঘরে ঘরে বর্জ্য সংগ্রহের যানবাহনের কাছে হস্তান্তর করতে হবে।” আদেশে আরও বলা হয়েছে, “যমুনা নদীতে কোনো প্রতিমা বিসর্জনের অনুমতি দেওয়া হবে না। প্রতিটি নির্দেশ লঙ্ঘনের ঘটনায় ৫০,০০০ টাকা জরিমানা দিতে হবে ডিপিসিসির কাছে।

advt 19