পুজোর দিনেও গায়কের ভূমিকায় মদন মিত্র। বনগাঁয় পুজোর উদ্বোধনে গিয়ে গান গাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। পুজোর উদ্বোধন করতে গিয়ে ওহ লাভলি! সহ নানা গানে দর্শদের মাতালেন মদন মিত্র (Madan Mitra)। পাশাপাশি দলত্যাগী নেতাদেরও কটাক্ষ করতে ছাড়লেন না কামারহাটির তৃণমূল বিধায়ক।

রবিবার বনগাঁ শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের ৩৬তম দুর্গাপূজার উদ্বোধনে এসেছিলেন কামারহাটির বিধায়ক। সেখানেও সেই পুরানো, চেনা মেজাজে দেখা গেল তাঁকে। ‘ও লাভলি’ই শুধু নয়, একাধিক গান শুনিয়ে দর্শকদের মাতিয়ে রাখলেন তিনি। গানে গানেই বিঁধলেন বিরোধীদের। গানে কথায় বিরোধীদের নিশানা করে মদন বলেন, ‘কুমড়োগুলো ফুলো ফুলো, অনেক দামে বিক্রি হল। সঙ্গে ছিল ঢ্যঁড়শ মুলো। ওরা সব ব্যাক করল।’ তিনি আরও বলেন, আমি বাংলার ক্রাশ হতে চাই না। আমি চাই বিজেপি দাঙ্গা করলে বনগাঁয় ওদের ত্রাস হতে।

এদিন পুজোমণ্ডপের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন বলেন, ‘এই পুজোর উদ্যোক্তা ডাকু এবং জ্যোৎস্নার সঙ্গে আমার পুরনো সম্পর্ক। ডাকু এখন চেয়ারম্যান নেই তাই বলে তো সম্পর্ক হারিয়ে যেতে পারে না। ডাকুর আহবানে সাড়া দিয়ে আজকের এই পুজো উদ্বোধন করলাম।’

আরও পড়ুন- হঠাৎই বদলে গেল নন্দীগ্রামের নাম! নতুন নাম ‘মমতাময়ী নগর’
































































































































