শনিবার থেকে চাঁদ, শুক্র, বৃহস্পতি, শনিকে একসঙ্গে দেখা যাবে খালি চোখেই

0
2

শনিবার থেকে চাঁদ (Moon) , শুক্র (Venus) , বৃহস্পতি (Jupiter), শনিকে (Saturn) একসঙ্গে দেখা যাবে খালি চোখেই । শনিবার মহাচতুর্থীর (Durga Puja) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার নবমীর ভোররাত পর্যন্ত আকাশে এই মহাজাগতিক দৃশ্য (Astronomical view) দেখা যাবে। ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভারত-সহ গোটা উত্তর গোলার্ধের আকাশে দেখা যাবে চাঁদ, শুক্র, বৃহস্পতি ও শনিকে।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) শনিবার এই খবর জানিয়েছে। নাসা জানিয়েছে আকাশ যদি মেঘলা না থাকে তাহলে খালি চোখেই দেখা যাবে চাঁদের সঙ্গে শুক্র, বৃহস্পতি ও শনির সহাবস্থান।

মহালয়ার পর থেকে শুক্লপক্ষ শুরু হয়ে গিয়েছে। এই দেবীপক্ষে অর্থাৎ শুক্লপক্ষে চাঁদের উজ্জ্বলতাও বাড়তে শুরু করে। পরের পূর্ণিমা পর্যন্ত এই্য উজ্জ্বলতা বজায় থাকে । এই সময় আকাশে শুক্রগ্রহকেও চাঁদের খুব কাছাকাছি দেখা যাবে।

advt 19