অতিরিক্ত সময়ে গোল করে কলকাতা লিগের ফাইনালে রেলওয়ে এফসি

0
2

কলকাতা লিগের( kolkata league) ফাইনালে পৌঁছে গেল রেলওয়ে এফসি( railway fc)। এদিন সেমিফাইনালে তারা ১-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে( george telegraph)। রেলওয়ের হয়ে একমাত্র গোলটি করেন শুভেন্দু মান্ডি।

ম‍্যাচে প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে লিগের সেমিফাইনাল ম‍্যাচ। দুই দলই ঝাপায় আক্রমণে। তবে দুইয়ার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দুই’দলই। যার ফলে ম‍্যাচ গড়ায়  এক্সট্রা টাইমে।

অতিরিক্ত সময়ে ম‍্যাচ শুরু হতেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় রেলওয়ে। যার ফলে অতিরিক্ত সময়ে ম‍্যাচ শুরু হওয়ার তিন মিনিটের মধ‍্যেই গোল করে রেলওয়েকে এগিয়ে দেন শুভেন্দু মান্ডি। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় জর্জ। এই জয়ের ফলে কলকাতা লিগের ফাইনালে পৌঁছে গেল রেলওয়ে এফসি।

আরও পড়ুন:ধোনির বুদ্ধিতেই গ‍্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দীপকের, জানালেন দীপকের বাবা

advt 19