উৎসবের মরসুমে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। সঙ্গে ডেঙ্গু এবং ম্যালেরিয়া। রাজ্যের একাধিক জেলায় বাড়ছে সংক্রমণ। বৃহস্পতিবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর গলায় তা নিয়ে উদ্বেগও শোনা গেল। এদিন জেলাগুলির সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেন মুখ্যসচিব।
গত দু’সপ্তাহ ধরে উল্লেখযোগ্য হারে বাড়ছে ম্যালেরিয়া ও ডেঙ্গু। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। এছাড়া এই প্রথম বাঁকুড়াতেও ধরা পড়েছে ডেঙ্গু। অন্যদিকে করোনা সংক্রমণ বাড়ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবারের বৈঠকে একাধিক জেলা প্রশাসনকে মুখ্যসচিব নির্দেশ দেন যাতে পুজোর সময় কোনও ভাবেই নিয়ম শিথিল না করা হয়। দ্বিবেদী আরও জানান, “পুজোর জন্য যে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে, তা মানতেই হবে। এছাড়াও করোনা নিয়ন্ত্রণে আনতে যা যা ব্যবস্থা নেওয়ার তা জেলাগুলিকেই নিতে হবে।”
আরও পড়ুন-প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট ছাড়াই লেনদেনের সুবিধা, অভিনব উদ্যোগ রিজার্ভ ব্যাংকের
এদিন ডেঙ্গু এবং ম্যালেরিয়ার দাপট বাড়ার প্রসঙ্গে মুখ্যসচিব বলেন,”কলকাতা, উত্তর ২৪ পরগনা লাগোয়া পুর এলাকাগুলিতে উল্লেখযোগ্যভাবে বাড়ছে ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ। এখানেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।”
















































































































































