রাজস্থান রয়্যালসকে( Rajasthan Royals) হারিয়ে আইপিএলে ( IPL)প্লে-অফের টিকিট কার্যত পাকা করে ফেলল কলকাতা নাইট রাইডার্স( KKR)। এদিন সঞ্জু সামসনদের বিরুদ্ধে ৮৬ রানে জিতল ইয়ন মর্গ্যানের দল। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা শিভম মাভি।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে কেকেআর। কলকাতার হয়ে ৫৬ রান করেন শুভমন গিল। ৩৮ রান করেন ভেঙ্কটেস আইয়র। ১২ রান করেন নীতিশ রানা। ১৩ রান করেন মর্গ্যান। রাজস্থানের হয়ে একটি করে উইকেট পান ক্রিস মরিস, চেতন শাকারিয়া, রাহুল তেওটিয়া এবং গ্লেন পিলিপস।
জবাবে ব্যাট করতে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় রাজস্থান। রাজস্থানের হয়ে একমাত্র লড়াই করেন রাহুল তেওটিয়া। ৪৪ রান করেন তিনি। ১৮ রান করেন শিভম দুবে। শূন্য রান করেন জসওয়াল। কেকেআরের হয়ে ৪ উইকেট নেন শিভম মাভি। ৩ উইকেট নেন লকি ফার্গুসন। ১ টি করে উইকেট নেন শাকিব আল হাসান এবং বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন:চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় পাঞ্জাবের, ম্যাচের সেরা রাহুল














































































































































