আরএসএসের ফেসবুক ব্যবহারকারীরা, তাঁদের গোষ্ঠী ও পেজগুলি ভয় দেখায় এবং মুসলিম-বিরোধী প্রচার করে। এমনই অভিযোগ করেছেন ফেসবুকের প্রাক্তন প্রোডাক্ট ম্যানেজার হগেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে আরএসএস-গোষ্ঠীগুলির ছড়িয়ে দেওয়া বিদ্বেষ থেকে শুরু করে নকল বা ডুপ্লিকেট অ্যাকাউন্টের ব্যবহার এমনকি পশ্চিমবঙ্গেও এই সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া বিপুল পরিমাণ ভুয়ো তথ্য – সবকিছুরই উল্লেখ রয়েছে ‘হুইসেলব্লোয়ার’ ফ্রান্সেস হগেনের অভিযোগপত্রে।
হগেন আমেরিকার শ্রেণীর কমার্স সাব কমিটির শুনানিতে সংস্থার যে অভ্যন্তরীন নথি পেশ করেছেন সেখানে বলা হয়েছে, হিংসা ও প্ররোচনার উদ্দেশ্যে হিন্দু-পন্থী জনগোষ্ঠীকে নিশানা করে আরএসএস। অন্যদিকে, পশ্চিমবঙ্গে ফেসবুকে শেয়ার হওয়া তথ্য থেকে সংগৃহীত নমুনার ৪০ শতাংশ ভুয়ো বলে উঠে এসেছিল হগেনের অভিযোগে উল্লিখিত এক অভ্যন্তরীণ সমীক্ষায়।
আরও পড়ুন: অভিষেক-সহ পাঁচজনের বিরুদ্ধে খোয়াই থানার মামলায় তদন্তকারীকে কড়া চিঠি দিয়ে বিপাকে ফেললেন কুণাল
ফেসবুকের প্রাক্তন প্রোডাক্ট ম্যানেজারের আরও অভিযোগ, ফেসবুকের প্রযুক্তিগত বাধার জন্যই হিন্দি ও বাংলায় লেখা এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্যগুলি ষকে চিহ্নিত করা বা সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না।
‘লোটাস মহল’ শীর্ষক নথির একটি অংশে দাবি করা হয়েছে, বিজেপির আইটি সেল কীভাবে তাদের বক্তব্য প্রচার করতে একই উপভোক্তার নকল অ্যাকাউন্টকে কাজে লাগায়, ফেসবুক কর্তারা সে সম্পর্কেও অবহিত।














































































































































