কাবুলে তালিবানি সন্ত্রাস, ভাঙা হল গুরুদ্বারের দরজা-সিসিটিভি

0
2

আফগানিস্তান(Afganistan) দখলের পর তালিবানের শাসনে চরমে উঠেছে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা। আরও একবার কাবুলের গুরুদ্বারে ঢুকে রীতিমতো ভাঙচুর চালাল সশস্ত্র তালিবান। শুধু তাই নয়, আটক করে রাখা হয়েছে গুরুদ্বারের বেশ কয়েকজন কর্মীকে। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল হয়েছে তালিবান(Taliban) অত্যাচারের একটি ভিডিও।

আরও পড়ুন:রাজ্যবাসীকে মহালয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জ্ঞাপন অভিষেকেরও

সংবাদমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার রাতে হঠাৎই কাবুলের প্রধান গুরুদ্বার (Gurduwara) কার্তে পারওয়ানে ঢুকে পড়ে তালিবান জঙ্গিরা। রীতিমতো ভাঙচুর চালানো হয় সেখানে। একাধিক তালা ভেঙে, সিসিটিভি গুড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন পুণ্যার্থী ও কর্মীদের নিজেদের হেফাজতে নিয়ে নেয় তারা। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। অবশ্য আফগানিস্তানের মাটিতে সংখ্যালঘুদের ওপর তালিবানের এই হামলা নতুন কিছু নয়। এর আগেও পূর্ব আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশের গুরুদ্বারের ছাদ থেকে শিখদের পবিত্র পতাকা ‘নিশান সাহিব’ সরিয়ে দিয়েছিল তারা। এটা সরাসরি সংখ্যালঘুদের ধর্মস্থানের ঢুকে রীতিমতো হামলা চালাল তালিবান।

advt 19