জন্মদিনের সেরা উপহার সিএসকের বিরুদ্ধে জয়, বললেন পন্থ

0
4

সোমবার আইপিএলে( ipl) মহেন্দ্র সিং ধোনির( ms dhoni) চেন্নাই সুপার কিংসকে( csk) ৩ উইকেটে হারিয়ে দিয়েছে দিল্লি ক‍্যাপিটালস( delhi capital)। আর সোমবারই ছিল দিল্লির অধিনায়ক ঋষভ পন্থের( Rishabh Panth) জন্মদিন। তাইতো ধোনির দলকে হারানো জন্মদিনের সেরা উপহার বলে জানালেন পন্থ।

সাংবাদিক সম্মেলনে এসে পন্থ বলেন,”জন্মদিনে এমন উপহার খারাপ না। কঠিন ম্যাচ ছিল। নিজেরা আরও কঠিন করে নিয়েছিলাম। দিনের শেষে জিততে পেরেছি, আমি তাতেই খুশি। পাওয়ার প্লে-তে ওরা রান করেছিল। মাঝের ওভারে আমরা খুব ভাল বল করেছি। শেষের দিকে ওরা আবার রান করে নেয়। তবে শেষমেশ লড়াই করে আমরা জয় ছিনিয়ে নিয়েছি। জন্মদিনে এর থেকে সঠিক উপহার আর কিছু হতে পারে না।”

সোমবার সিএসকের বিরুদ্ধে নিজের সেরা পারফরম্যান্স দিতে পারেননি পৃথ্বী শাহ। তবে তা নিয়ে না ভেবে, বরং যোগ‍্য নেতার মতন পৃথ্বীর পাশে দাঁড়ালেন পন্থ। পৃথ্বীর ব‍্যাটিং নিয়ে পন্থ বলেন,”ব‍্যাট করতে নেমে পৃথ্বী আমাদের একটা ভাল শুরু দেয়। রানের লক্ষ্য কম থাকায় আমরা সব সময় লড়াইয়ে ছিলাম। পৃথ্বী নিজের মতো খেলে। শিখর ধাওয়ান ওকে সাহায্য করেছে। এটাই চেয়েছিলাম।”

আরও পড়ুন:আইএসএসএফ বিশ্ব জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড গড়লেন ঐশ্বরী

advt 19