ব্রেকফাস্ট স্পোর্টস

0
2

১) সোমবার আইপিএলে চেন্নাই সুপার কিংসকে ৩ উইকেটে হারিয়ে দিল দিল্লি ক‍্যাপিটালস। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে ঋষভ পন্থের দল।

২) সাফ কাপের উদ্বোধনী ম্যাচেই আটকে গেল ভারত। সোমবার প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তাদের খেলার ফল ১-১। সুনীল ছেত্রীর গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ইয়াসিন আরাফত বাংলাদেশের হয়ে সমতা ফেরান।

৩) গত কয়েক মাস ধরে জেলে বন্দি থাকার থাকার পর এ বার জামিনের আবেদন করলেন সুশীল কুমার। তিনি জানিয়েছেন, পুলিশ তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে তাঁকে ফাঁসাতে চাইছে এবং ইচ্ছাকৃত ভাবে তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করতে চাইছে।

৪) কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনের র‍্যাপিড দাবা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আন্তর্জাতিক মাস্টার সৃজিত পাল এবং বিশ্ব ক্যাডেট প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা স্নেহা হালদার।

৫) ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজ জিতেছে ভারত। এমনটাই দাবি করলেন রোহিত শর্মা। রোহিত বলেন,”শেষ টেস্ট ম্যাচ কবে হচ্ছে তা আমার জানা নেই। পরের বছর আদৌ সেটা খেলা হবে কিনা জানি না। তবে মনে মনে আমরা ওই সিরিজ ২-১ ব্যবধানে জিতে গিয়েছি।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

advt 19