চতুর্থী এবং পঞ্চমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

0
2

আবারো বৃষ্টি (Rainfall) । বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না বঙ্গবাসীর । পুজো (Durgapuja) এসে গেল । প্রত্যেক বাঙালির আশঙ্কা পুজোয় কি বৃষ্টি হবে না হবে না? কিন্তু আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে শনি ও রবিবার অর্থাৎ চতুর্থী এবং পঞ্চমীতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে। স্থান বিশেষে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে একটি নিম্নচাপ রয়েছে। তার সঙ্গে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে ।

ফলে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। সেই সঙ্গে রবি ও সোমবার কলকাতা শহর দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা হয়েছে রয়েছে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং মালদহে।

 

advt 19