পুত্রসন্তানের জন্মের পর ফের বসিরহাটের মানুষের পাশে সাংসদ নুসরত

0
2

গত ২৬ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তারপর থেকে সদ্যজাত সন্তানের দায়িত্ব নিজে হাতে সামলাচ্ছেন। সেই দায়িত্বের পাশাপাশি এবার এবার নিজের সংসদীয় এলাকা বসিরহাটে গেলেন তৃণমূল সাংসদ। শনিবার প্রথমে তিনি হিঙ্গলগঞ্জ কলেজে যান। সেখানে পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন নুসরত। সাংসদকে সংবর্ধনা জানান স্থানীয় মানুষজন।

এদিন গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে জাতির জনকের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপনও করেন নুসরত।

আরও পড়ুন:বাংলায় গণতন্ত্র নিয়ে ফের মমতাকে আক্রমণ রাজ্যপালের, কড়া জবাব দিলেন কুণাল

ধীরে ধীরে এবার তিনি কাজে ফিরবেন বলে জানিয়েছেন। দীর্ঘদিন পর বসিরহাটে গিয়ে এলাকার মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ শোনেন। সেইমতো স্থানীয় নেতৃত্বকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

advt 19