বেআইনি অর্থলগ্নি সংস্থা আইকোরের আর্থিক দুর্নীতি মামলায় এবার কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আঞ্চলিক দফতরে বৃহস্পতিবার শোভনকে প্রায় তিন ঘণ্টা ধরে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। এখানেও শোভনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:জ্বালানির দামে জ্বালা, পুজোর মরসুমে একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম
তদন্তকারী সংস্থার দাবি আইকোর অনুষ্ঠানে শোভন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন, এমন একটি ভিডিয়ো ফুটেজ তাঁদের হাতে এসেছে। তবে সূত্রের খবর, শোভন যাই বলুন না কেন ভিডিওর ছবিটি নেতাজি ইন্ডোরে হওয়া একটি এজেন্ট সম্মেলনের। যদিও জিজ্ঞাসাবাদের পর শোভন সাংবাদিকদের জানান,মেয়র থাকাকালীন তিনি জানতে পারেন, ওই অর্থ লগ্নিকারী সংস্থা উত্তমকুমারের নামাঙ্কিত ‘উত্তম মঞ্চ’ কিনেছে এবং ওই প্রেক্ষাগৃহ ভেঙে বহুতল আবাসন গড়া হবে। শোভনের কথায়”উত্তম কুমারের সঙ্গে বাংলার মানুষের আবেগ জরিয়ে আছে। তাই আমি উদ্যোগী হয়ে পুরসভার তরফে আইকোরের সঙ্গে একটি রফাসূত্র বের করি। পুরসভার তরফে উত্তম মঞ্চ বিক্রি আটকে দেওয়া হয়।” প্রাক্তন মেয়রের দাবি, ওই বিষয়ে তিনি আইকোরের সঙ্গে কী ধরণের রফা করেছিলেন, সেই বিষয়েই এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সূত্রের খবর, শোভন যাই বলুন না কেন ভিডিওর ছবিটি নেতাজি ইন্ডোরে হওয়া একটি এজেন্ট সম্মেলনের। সিবিআই জানান সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন তিনি।


































































































































