দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হল মুর্শিদাবাদের (Murshidabaf) ২ কেন্দ্র জঙ্গিপুর ও সামশেরগঞ্জের ভোটগ্রহণ। অশান্তি সৃষ্টির চেষ্টা করে বিরোধীরা। তা সত্ত্বেও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর, দু জায়গাতেই ভোটগ্রহণ নির্বিঘ্নেই শেষ হয়। বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার জঙ্গিপুরে ৭৬.১২ শতাংশ এবং সামশেরগঞ্জে ৭৮.৬ শতাংশ।
মাস্ক দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে সামশেরগঞ্জের কংগ্রেস (Congress) প্রার্থীর জইদুরের বিরুদ্ধে। মহব্বতপুরে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার পাল্টা অভিযোগ উঠেছে তৃণমূলের (Tmc) বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকশিবির।
আরও পড়ুন-বরফ গলছে পাঞ্জাবে: চান্নি সাক্ষাতে মনবদল সিধুর, থাকছেন সভাপতি পদেই
সামশেরগঞ্জ (Samsherganj) বিধানসভা নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই আমিরুল ইসলাম। বিজেপি প্রার্থী মিলন ঘোষ, কংগ্রেসের জইদুর রহমান এবং সিপিএম প্রার্থী মোদাসসর রহমান। অশান্তি রুখতে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে নিরাপত্তা ছিল আঁটসাঁট। মোতায়েন ছিল ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।












































































































































