আদতে তিনি চিকিৎসক, কিন্তু তারও মাঝে একটা শিল্পী সত্তা সব সময় জাগ্রত। তাই বিজ্ঞান আর সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে তার কাছে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়ায় না । তিনি চিকিৎসক রোমি রায়।
আজ বৃহস্পতিবার প্রেসক্লাবে লেখিকা ডা: রোমি রায়ের কবিতার বই ‘ছোট শামিম’-এর প্রকাশ করলেন কুণাল ঘোষ।
ডাঃ রোমি রায়ের কবিতা সংকলন ‘ছোট্ট শামিম’-এর প্রকাশ অনুষ্ঠানে ছিলেন কিশলয় প্রকাশনের কর্ণধার অতীন জানা, ডাঃ অশোক রায়, অধ্যাপক কৌশিক মন্ডল, আশিস বসাক।
এই বইয়ের বিষয় সম্পর্কে খোদ লেখিকা বলেন, ১৫-১৬ বছরের আগের সময়ের পরিপ্রেক্ষিতে এই লেখা । আজকের সময়ে এটা কতটা প্রাসঙ্গিক সেটা পাঠক বিচার করবেন।
বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ বলেন, সেই সময়কার পরিপ্রেক্ষিতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছু শব্দ নিয়ে একটা প্রেক্ষাপট রচনা করেছেন রোমি। যা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি কয়েক দিন আগে ত্রিপুরা থেকে ফিরেছি, অসুস্থ ছিলাম। কিন্তু রোমির বইপ্রকাশ অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই আজ খুশি। জীবনে বিভিন্ন মুহূর্তে বেশ কিছু অনুভূতি উপলব্ধি রয়েছে আমাদের প্রত্যেকের । আর সেই অনুভূতিরই বহিঃপ্রকাশ আজকের এই বই প্রকাশ।
বিশিষ্ট চিকিৎসক তথা সঙ্গীতশিল্পী ডা: অশোক রায় বলেন, বিগত ২৫ বছর ধরে ভাবতাম এই যে সৃষ্টি, তার মূল্যায়ন হওয়া উচিত। এবং সেই মূল্যায়ন তখনই সম্ভব যখন তা পাঠকের কাছে পৌঁছবে । সেই লক্ষ্য নিয়েই আজকের এই বই প্রকাশ।
সেই সময়ের প্রেক্ষিতে শুধু নয় আজকের দিনেও ছোট্ট শামিম কিভাবে নিজেকে রক্ষা করলো নাকি কোন পরিণতি হল শামিমের , তা জানতে হলে অবশ্যই পড়তে হবে রোমি রায়ের এই অনন্য সৃষ্টি।
































































































































