দেশের সীমান্ত জেলাগুলির মধ্যে সংযোগের জন্য পরিকল্পিত ‘ভারতমালা সড়ক প্রকল্প’ থেকে বাদ পড়ল বাংলা৷

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের ‘ভারতমালা’ প্রকল্পের কাজ এ রাজ্যে হবে না বলে মৌখিক ভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। আদালতে এ কথা জানিয়েছেন কেন্দ্রের আইনজীবী।
দেশের সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে সংযোগ স্থাপন ও সুগম যাতায়াতের জন্য ‘ভারতমালা’ প্রকল্প চালু করেছিল নরেন্দ্র মোদি সরকার। এ জন্য ২০১৭ সালে নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ-সহ সীমান্তবর্তী জেলাগুলিতে জমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়। ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর নন্দকিশোর মুন্দ্রা নামে মুর্শিদাবাদের এক বাসিন্দা জমি অধিগ্রহণের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন৷ এই মামলার প্রেক্ষিতে হাইকোর্ট জমি অধিগ্রহণ নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত তথ্য জানতে চায়। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ছিল সেই মামলার শুনানিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের আইনজীবী জানান, ভারতমালা প্রকল্পের জন্য এ রাজ্যে কোনও জমি নেওয়া হচ্ছে না। এমনকি ওই প্রকল্পের কাজও বন্ধ রয়েছে। যদিও এই প্রকল্প থেকে কেন রাজ্য বাদ পড়ল সেই প্রশ্নের যথাযথ কোনও উত্তর দেয়নি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। কেন্দ্রের এই বক্তব্যের পর ২০১৭ সালে নদীয়া, মুর্শিদাবাদ, মালদা-সহ বিভিন্ন জেলায় ওই প্রকল্পের জন্য যে জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তার আর কোনও মূল্য রইলো না। এবং একইসঙ্গে আধুনিক সড়ক প্রকল্প থেকে বাদ পড়লো বাংলা। এবং কেন্দ্রের বক্তব্যের পর এদিন ওই অধিগ্রহণ নিয়ে মামলাও মিটে গিয়েছে৷
আরও পড়ুন:সুসংবাদ!পুজোর আগেই বিদায় নিতে চলেছে বর্ষা









































































































































