সৌজন্যে নজির: ভবানীপুরে CPIM-এর ক্যাম্পে চা খেলেন ফিরহাদ 

0
2

নামেই উপনির্বাচন। হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে (Bhawanipur) আঁটোসাঁটো নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই শাসক-বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। কিন্তু তার মধ্যেই নজরে পড়ল একেবারে ভিন্ন ছবি। চেতলায় সিপিআইএমের (CPIM) ক্যাম্পে বসে ভাঁড়ে চা খেলেন পুর প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

 

রাজনৈতিক সৌজন্যের এই চিত্রই বাংলার পরম্পরা। মত ফিরহাদের। আর সিপিআইএম নেতার কথায়, ভবানীপুরে কোনও গোলমাল নেই। রাজনৈতিক নয়, প্রতিবেশীর সম্পর্ক।

 

রীতিমতো খোস মেজাজে চায়ের ভাঁড় হাতে নেওয়ার আগে ফিরহাদ হাকিম জেনে নিলেন চিনি দেওয়া আছে কি না। আর বললেন, “আমরা পাড়ার ছেলে। ছোট থেকে বন্ধু। আমার বাবা, ওর বাবা একসঙ্গে চেতলা বয়েজে পড়তেন। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের জায়গা আলাদা।”

 

‘মিনি ইন্ডিয়া’ ভবানীপুরের রাজনৈতিক সৌজন্যই যেন সব জায়গাতেই উদাহরণ হয়।

 

advt 19