সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভবানীপুর সহ আরও দুই কেন্দ্রের নির্বাচন। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই করোনায় প্রাণ হারিয়েছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ দলের প্রার্থীরা। নির্বাচনের আগে কোনও প্রার্থী দেওয়া না গেলে এই দুই আসনে ভোট করানো যায়নি। নির্বাচনের নির্দেশে ভবানীপুর সহ ওই দুই কেন্দ্রেও আজই নির্বাচন শুরু হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক জঙ্গিপুর ও সামশেরগঞ্জের বিধানসভা কেন্দ্রের চিত্র
সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র
তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম।কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। সিপিআইএম প্রার্থী মোদাশ্বার হোসেন ও বিজেপি প্রার্থী মিলন ঘোষ।
মোট বুথ কেন্দ্রের সংখ্যা -৩২৯
মোট ভোটার সংখ্যা ২,৩৫৫১১
পুরুষ ভোটার – ১,১৫২৩৭
মহিলা ভোটার- ১,২০২৭২
সামশেরগঞ্জে মোতায়েন রয়েছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র
জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন, বিজেপি প্রার্থী সুজিত দাস, আরএসপি প্রার্থী জানে আলম মিঞা।
মোট বুথ কেন্দ্রের সংখ্যা-৩৬৩
মোট ভোটার সংখ্যা- ২৫৪৭১৫।
পুরুষ ভোটার – ১,২৯৪০৪
মহিলা ভোটার- ১,২৫৩০৫
জঙ্গিপুরে মোতায়েন রয়েছে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
আরও পড়ুন:ভবানীপুর উপনির্বাচন: ভোটারদের বুথমুখি করতে সকাল সকাল রাস্তায় নামলেন ফিরহাদ
প্রসঙ্গত রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান কংগ্রেস নেতা রেজাউল হক। তার কিছুদিন পরেই জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয়। প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়ে যায়। ফলে ভবানীপুর উপনির্বাচনের সঙ্গেই নির্বাচন কমিশনের তরফে কড়া কোভিডবিধি মেনে ওই দুই কেন্দ্রে আজ ভোট করার নির্দেশ দেওয়া হয়েছে।

 
 

 
 
 
 
 
 
 
 
 





























































































































