ভবানীপুর তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এই বিধানসভার প্রায় প্রতিটি পাড়া ও ওয়ার্ডে তৃণমূলের হেভিওয়েট নেতা-নেত্রীরা থাকেন। শাসক দলের মজবুত গড়। সব ধর্ম-বর্ণ-জাতির-ভাষার মানুষের সহাবস্থান এই ভবানীপুর। তাকে এই অঞ্চলকে “মিনি ইন্ডিয়া” বলা হয়।
দুর্যোগ কাটিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই ভবানীপুরে শুরু হয়েছে উপনির্বাচন। যেখানে শাসক দলের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গোটা দেশের নজর এই কেন্দ্রের দিকে।
একুশের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জিতেছিলেন রাজ্যের বর্তমান কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রুদ্রনীল ঘোষকে হারিয়ে ছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটে। ৭৭ নম্বর ওয়ার্ড থেকেই একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের লিড ছিল প্রায় ২২ হাজার ভোট। ৮টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে এগিয়ে ছিল তৃণমূল। আর ৭০ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল।
এক নজরে গত কয়েকটি নির্বাচনে ভোটদানের চিত্র
২০১১-র বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৬৩.৭৮%
২০১১-র উপনির্বাচনে ভোটের হার ছিল ৪৪.৭৩%
২০১৬-র বিধানসভা নির্বাচন ভোট পড়েছিল ৬৬.৮৩%
২০২১-এর বিধানসভা নির্বাচনে ভোটের হার ছিল ৬১.৭২%
এক নজরে ভবানীপুর বিধসনসভা
মোট বুথ:২৮৭
মেন বুথ :২৬৯
অক্সিলিয়ারি বুথ:১৮
ভোটার সংখ্যা ২০৬৪৫৬
পুরুষ:১১১২৪৩
মহিলা:৯৫২০৯
তৃতীয় লিঙ্গের:৪
এর মধ্যে সংখ্যালঘু ভোটার প্রায় ২২ শতাংশ

































































































































