উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শুটআউটের ঘটনায় একই পরিবারের দুই মহিলা-সহ গুলিবিদ্ধ মোট তিন জন। তার মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় জখম দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ তিন ভাইবোন বাড়ির বাইরে গলিতে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎই একটি মোটরবাইক প্রবল গতিতে এসে দাঁড়ায় তাঁদের সামনে। তাতে ছিলেন তিন যুবক। তারাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে মাটিতে লুটিয়ে পড়েন দেবী সান্যাল। বাকি দুই ভাইবান,সুজয়কৃষ্ণ মজুমদার এবং রূপা অধিকারীও গুরুতর জখম হন। তাঁদেরকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন:লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু রাজ্য সরকারের
স্থানীয় সূত্রের খবর সুজয়কৃষ্ণ পুলিশের কর্মরত। ঘটনাটি তাঁর পৈত্রিক বাড়ির সামনে ঘটেছে৷ সোমবার সন্ধ্যা থেকেই কয়েক দফায় বাড়ির আগের ভাড়াটেদের সঙ্গে গোলমাল হয়। তারপরই এই ঘটনা। তবে কেন আচমকা এই হামলা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

































































































































