ডবল ইঞ্জিনের রাজ্যে গর্ভবতী মহিলাকে গণধর্ষণ। ধর্ষকরা নির্যাতিতাকে ফেলে গেলো রেললাইনে। ঘটনাটি ঘটেছে বিহারের পাটনায়। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ২ জনকে।
বিহারের পাটনায় ২৪ বছর বয়সী গর্ভবতী মহিলাকে গণধর্ষণ করে পাটনা জংশনের কাছে রেললাইনে অজ্ঞান অবস্থায় ফেলে রাখা হয়। সূত্রের খবর, এখন পর্যন্ত তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে দু’জন-বিশাল এবং অঙ্কিতকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: দিল্লিতে জরুরি তলব, সন্ধেয় শহর ছাড়ছেন সুকান্ত, দিলীপ ও অমিতাভ
শনিবার রাতে ওই মহিলা তার বাড়ির কাছে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় এলাকার দুই যুবক তার সাথে দুর্ব্যবহার করতে থাকে। তারা তার মুখ ঢেকে তাকে পাশের মাঠে নিয়ে যায়। ওই দুই ব্যক্তি অন্য একজনকে ডেকেছিল এরপর তিনজন তাকে একের পর এক ধর্ষণ করে বলে অভিযোগ। এবং রেল লাইনের ধারে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে ।
ওই মহিলা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। সমস্ত পরীক্ষা হয়েছে। ইতিমধ্যেই তার বয়ান রেকর্ড করেছে পুলিশ। সোমবার তার জবানবন্দি আদালতে পেশ করা হবে। বর্তমানে পুলিশ তৃতীয় অভিযুক্তকে খুঁজছে।











































































































































