খায়রুল আলম, ঢাকা: আজ থেকে ঢাকায় শুরু হল বঙ্গবন্ধু-বাপু প্রদর্শনী। রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে আজ প্রদর্শনীটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এছাড়াও প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এবং বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অ্যাকাডেমির জাতীয় চিত্রশালার ৩ নম্বর গ্যালারিতে মোট ১৬ দিন ধরে এই প্রদর্শনীটি চলবে।
আরও পড়ুন:বঙ্গোপসাগরে নিম্নচাপ, দুর্যোগ সামলাতে ৫ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল
প্রদর্শনীটিতে মোট ৩০টি ডিজিটাল স্ক্রিন রয়েছে। সেখানে নিজ নিজ জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীর নানা আন্দোলন সংগ্রামের তথ্য-আলোকচিত্র প্রদর্শন হচ্ছে। প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশ এই দু’দেশের দুই কালজয়ী মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) স্মরণে তাঁদের জীবনীনির্ভর তথ্যচিত্রভিত্তিক দেখানো হবে।

আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রদর্শনীটি চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। ১১ অক্টোবরের পর, রাজশাহী, সিলেট, খুলনা, চট্টগ্রাম এবং কলকাতায়ও বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী হবে বলে জানানো হয়েছে।































































































































