এবার ক্রিকেটারদের ( Cricketer)জন্য নতুন পেনশনের প্রস্তাব আনতে চলেছে বিসিসিআই( BCCI)। জানা গিয়েছে পেনশন পেতে পারেন ক্রিকেটারদের পরিবারও। এমনই প্রস্তাব আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের প্রতিনিধি অংশুমান গায়কোয়াড় মনে করেন, নতুন পেনশন প্রস্তাব আনতে পারে বোর্ড। এত দিন ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররাই শুধু পেনশন পেতেন। গায়কোয়াড়ের মতে নতুন প্রস্তাবে পেনশনে ক্রিকেটারদের অবর্তমানে তাঁর স্বামী বা স্ত্রীর জন্য পেনশনের ব্যবস্থা চালু করা হতে পারে এবং বাড়তে পারে পেনশনও।
এদিন তিনি গায়কোয়াড় বলেন, “শেষ বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। সৌরভ আশ্বস্ত করেছে আগামী বৈঠকে এই প্রস্তাব পেশ করবে। এত দিন ২৫টি ম্যাচ খেলা ক্রিকেটাররা পেনশন পেতেন।”
আরও পড়ুন:‘শুরুটা ভালো হলেও, শেষটা ভালো হলো না’, সিএসকে ম্যাচ নিয়ে বললেন পাড়িক্কল









































































































































