ভবানীপুরের সভায় পেগাসাস নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

0
2

ভবানীপুরে নির্বাচনী সভা থেকে ফের পেগাসাস কাণ্ডে সরব হলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ৭১ নম্বর ওয়ার্ডে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের সভা থেকে বিজেপি তথা কেন্দ্রকে পেগাসাস নিয়ে তোপ দাগেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “আমার ফোন সব পেগাসাসে চলে গেছে। শুধু কথা বলা নয়, ছবিও তুলে নিচ্ছে। আমি, অভিষেক আর পিকে কালীঘাটে বসে কথা বলছি, সেই ছবিও তুলে নিচ্ছে। আমাদের সকলের ফোন ট্যাপ হচ্ছে। কোনও স্বাধীনতা নেই। মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। এমনকি, সুইচ অফ থাকলেও স্ক্যান করে তুলে নিচ্ছে। আমি সেটা ধরে ফেলেছি। আসলে এরা করতে পারে না এমন কোনও কাজ নেই। এসব কুকীর্তি করার জন্য ইজরায়েল থেকে মেশিন নিয়ে এসেছে।”

আরও পড়ুন- ভবানীপুরের সভা থেকে বর্ষায় “বিদ্যুৎস্পৃষ্ট” প্রসঙ্গ টেনে মানুষকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

advt 19