আদালতের দৃশ্যে মদ্যপান দেখানোর অভিযোগে ‘দ্য কপিল শর্মা শো’র বিরুদ্ধে এফ আই আর

0
2

আইনি জটিলতায় ‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil sharma) মধ্যপ্রদেশের শিবপুর জেলার আদালতে এই কমেডি) ধারাবাহিকটির বিরুদ্ধে এফ আই আর করা হয়েছে। অভিযোগ, কপিল শর্মা শো ধারাবাহিকের একটি পর্বে মধ্যপান করার দৃশ্য দেখানো হয়। ওই পর্বে একটি কোর্টরুম সিন ছিল। আদালতের প্রেক্ষাপটে মদ্যপানের দৃশ্য দেখানো অসম্মানজনক বলে দাবি করা হয়েছে। সেইসঙ্গে মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

 

মধ্যপ্রদেশের শিবপুর জেলার এক আইনজীবী সি জে এম কোর্টে মামলা দায়ের করেছেন। ১ অক্টোবর প্রথম শুনানি। আইনজীবীর আরও বক্তব্য, শো-তে মহিলাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করা হয়। সেটিরও বিরোধিতা করেছেন তিনি।

‘দ্য কপিল শর্মা শো’-র একটি বিশেষ এপিসোডে দেখানো হয়েছিল একটি কোর্ট রুম সিন। দেখানো হয়, সেই দৃশ্যে অভিনেতারা মদ্যপান করছেন। তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনজীবী বলেছেন, “এটি আদালতকে অবমাননা করা ছাড়া আর কিছুই নয়। ফলে শোয়ের বিরুদ্ধে এফ আই আর করেছি। ৩৫৬/৩ ধারায় মামলা দায়ের করেছি। এই ধরনের নিম্নমানের প্রদর্শনী নিন্দনীয়। এসব বন্ধ হওয়া দরকার।”

 

advt 19