লুকিয়ে থেকেও শেষরক্ষা হল না। পুলিশের হাতে ধরা পড়ল কসবার গ্যাংস্টার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। বৃহস্পতিবার রাত পৌনে ১টা নাগাদ বিমানবন্দর থানা এলাকার কৈখালির দাসপাড়া থেকে পুলিশ পাকড়াও করে তাকে। আজ, শুক্রবার তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
কসবা এলাকায় তোলাবাজি, ভয় দেখানো, বচসা, হাতাহাতি সবরকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল সোনা পাপ্পু। কলকাতার বিভিন্ন থানায় বছর চল্লিশের সোনা পাপ্পুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ রয়েছে। একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে সে দীর্ঘদিন ধরে জড়িত দীর্ঘদিন। অবশেষে পুলিশের জালে ওই গ্যাংস্টার।
আরও পড়ুন-ভবানীপুরে প্রচারে সম্বিত পাত্রকে কটাক্ষ করে গান ‘তুম হো ঠ্যাহরে পরদেশি’, কী হল জানেন?
ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ১২০ বি এবং অস্ত্র আইনের দুটি ধারায় পাপ্পুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার কৈখালির সপ্তপদী আবাসনের একটি ফ্ল্যাটে সে গা ঢাকা দিয়েছিল। এদিন পুলিশ তল্লাশি চালিয়ে তাকে একেবারে হাতেনাতে গ্রেফতার করে।









































































































































