ডুরান্ড কাপের সেমিফাইনালে মহামেডান

0
4

ডুরান্ড কাপের( Durand cup) সেমিফাইনালে পৌঁছে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan sporting club)। কোয়ার্টার ফাইনালে তারা ১-০ গোলে হারালো গোকুলাম কেরলা এফসিকে( Gokulam kerala fc)। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন মার্কাস জোসেফ।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে ম‍্যাচ। তবে এরই মাঝে ম‍্যাচে ৪০ মিনিটে গোল করে বসে গোকুলাম। কিন্তু তা অফসাইডের জন্য বাতিল হয় যায়। এরপরই পাল্টা আক্রমণ চালায় সাদা-কালো ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ৪৪ মিনিটে গোল করে মহামেডানকে ১-০ গোলে এগিয়ে দেন মার্কাস জোসেফ।

দ্বিতীয়ার্ধে ম‍্যাচে ফিরে আসার চেষ্টা চালায় গোকুলাম। কিন্তু গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা।

আরও পড়ুন:প্রকাশিত টি-২০ বিশ্বকাপের অফিশিয়াল অ‍্যান্থেম ‘লিভ দ্য গেম’