“মিনি ইন্ডিয়া” (Mini India) ভবানীপুরে (Bhawanipur) চোখ গোটা দেশের। ভবানীপুর থেকেই যে ‘২৪-এর সুর বাঁধতে চলেছেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। ফলে ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে আপাত-নিরীহ একটি উপনির্বাচন (By Poll) নয়, বরং দেশ থেকে বিজেপিকে (BJP) উৎখাত করার ডাক।
এবার ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করলেন কর্নাটকের (Karnataka) প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex CM) তথা জনতা দল সেকুলার(JDS)-এর নেতা এইচ ডি কুমারস্বামী (H D Kumarswami). তাঁর মতে, উপনির্বাচনে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে প্রার্থী দিয়ে বিজেপি সঙ্কীর্ণ মনের পরিচয় দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বাঙালির ‘‘প্রকৃত নাড়ীস্পদন ও হৃদস্পন্দন’’ বলে উল্লেখ করেছেন।
https://twitter.com/hd_kumaraswamy/status/1440506194238476301?s=08
ভবানীপুর উপনির্বাচন নিয়ে তৃণমূল নেত্রীর ভূয়সী প্রশংসা করে কুমারস্বামীর টুইট, ‘’বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন। তাঁর এই মন্তব্যে অবাক হওয়ার কিছু নেই। গোটা দেশের নজর রয়েছে ওই ভোটের দিকে। কয়েকমাস আগে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ জনাদেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২১৩টি আসনে জয়লাভ করে মমতা ইতিহাস তৈরি করেছেন। আমার মতে, সেই ফলাফলের কথা মনে রেখে বিজেপির সঙ্কীর্ণ মানসিকতা ছেড়ে বড় মনের পরিচয় দেওয়া উচিত ছিল।’’































































































































