চলতি ডুরান্ড কাপে( Durand Cup) প্রবেশ করতে চলেছে দর্শক। ইতিমধ্যেই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কোয়ার্টার ফাইনালে সাদা-কালো ব্রিগেডের মুখোমুখি গোকুলাম কেরালা এফসি। এই ম্যাচ দিয়ে দর্শক প্রবেশ করতে চলেছে চলতি ডুরান্ড কাপে।

আর সেই কারণে আয়োজকদের দ্বারা প্রাপ্ত ১০ হাজার ম্যাচ পাস প্রদান করছে মহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার ক্লাব তাঁবুতে একাধিক সদস্য ও সমর্থকদের হাতে টিকিট তুলে দেন সাদা-কালো ব্রিগেডের কর্তারা।
আরও পড়ুন:নীরজের সঙ্গে দেখা করলেন বিন্দ্রা, দিলেন ছোট্ট উপহার ‘টোকিও’কে








































































































































