ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur By Poll) আগে স্থানীয়স্তরে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল (TMC) মঙ্গলবার বিকেল ভবানীপুর বিধানসভা এলাকার অন্তর্গত চক্রবেড়িয়ায় নর্থ ত্রিকোণ পার্কে তৃণমূল কংগ্রেস যোগদান অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে বিজেপি সহ অন্য বিরোধী দলগুলি থেকে ঘাসফুল শিবিরে যোগদান রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। তাঁদের সাদরে গ্রহণ করে হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার (Debashish Kumar)। ছিলেন ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিফ ইলেকশন এজেন্ট বৈশ্বনর চট্টোপাধ্যায় সহ নেতৃবৃন্দ।
এদিনের যোগদান অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভাবে যাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন তাঁদের মধ্যে ছিলেন, দক্ষিণ কলকাতার পরিচিত বিজেপি নেতা সৌভিক বন্দ্যোপাধ্যায়, অভিনেতা পারিজাত চক্রবর্তী, বিজেপি রাজ্য কমিটির সংখ্যালঘু সেলের নেতাশেখ তারেখ প্রমুখ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তাঁদের তৃণমূলে যোগদান বলে জানান দেবাশিস কুমার। ভবানীপুর উপনির্বাচনের আগে যা রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।








































































































































