জামিন পেলেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। পর্ন-মামলায় ব্যক্তিগত ৫০০০০ টাকার বন্ডে জামিন পান রাজ ও তাঁর আইটি কোম্পানির প্রধান রায়ান থর্প (Ryan Thorpe)। শনিবার, মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজের আইনজীবী। তাঁর যুক্তি ছিল, রাজকে ফাঁসানো হচ্ছে। পর্নোগ্রাফি মামলায় রাজের বিরুদ্ধে পুলিশের কাছে কোনও প্রমাণ নেই।
সম্প্রতি রাজের বিরুদ্ধে আদালতে ১৫০০ পাতার চার্জশিট জমা দেয় করে মুম্বই পুলিশ (Police)। সেই চার্জশিটে রাজের ‘হটশটস’ (Hotshots) ও ‘বলিফেম'(Bollyfame) কোম্পানির নানা তথ্য রয়েছে বলে সূত্রের খবর। চার্জশিটে শিল্পা শেট্টির (Shilpa Shetty) বিবৃতিও আছে। তিনি অবশ্য রাজের ব্যবসা সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন।
জামিনের পর এদিন রাজের আইনজীবী নিরঞ্জন মুন্ডের্গি জানান, ইতিমধ্যেই পুলিশের তদন্ত শেষ হয়েছে। চার্জশিটও জমা দেওয়া হয়েছে। চার্জশিটে রাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে সবচেয়ে বেশি সাত বছরের কারাদণ্ড হতে পারে।
আরও পড়ুন- মমতার বাংলাকে পুজো উপহার হাসিনার, রাজ্যে আসছে ২০৮০ মেট্রিক টন পদ্মার ইলিশ
জোর করে পর্নোগ্রাফির শ্যুট এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজ কুন্দ্রার বিরুদ্ধে। জুলাইয়ে তাঁর মুম্বইয়ের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। রাজের পাশে দাঁড়াননি তাঁর অভিনেত্রী স্ত্রী শিল্পা শেট্টি। বলিউডে গুঞ্জন, এই ঘটনায় রাজের নাম জড়ানোয় শিল্পা ও রাজের সম্পর্কে না কি চিড় ধরেছে। এখন জামিনের পর এই সম্পর্কের সমীকরণ বদলায় কি না সেটাও দেখার।































































































































