মমতার বাংলাকে পুজো উপহার হাসিনার, রাজ্যে আসছে ২০৮০ মেট্রিক টন পদ্মার ইলিশ

0
4

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজ্যকে ফের “পুজো উপহার” বাংলাদেশ সরকারের। পুজোর আগেই ওপার বাংলা থেকে থেকে এপার বাংলায় আসছে শেখ হাসিনার (Sk Hasina) পাঠানো “রুপোলি উপহার”! মঙ্গলবার থেকেই কলকাতা ও সংলগ্ন বাজারে মিলতে পারে পদ্মার (Padma) ইলিশ (Ilisha)।

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের জন্য মোট ২০৮০ মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে শেখ হাসিনা সরকার। পেট্রাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ ওই ইলিশ পর্যায়ক্রমে ঢুকবে কলকাতা ও সংলগ্ন বাজারগুলিতে। পদ্মার ইলিশের স্বাদ পেতো দামের তোয়াক্কা না করে ঝাঁপায় এ রাজ্যের ভোজন রসিক বাঙালি। খুব স্বাভাবিক ভাবেই পুজোর মরশুমে হাসিনার এমন উপহারে বেজায় খুশি ইলিশপ্রেমীরা।

আরও পড়ুন- ত্রিপুরা: অভিষেককে আটকানোই উদ্দেশ্য? বুধে ফের রেল ধর্মঘট বিজেপির

advt 19