এলাকার জলযন্ত্রণা দূর করতে জলে নেমে পড়লেন সাংসদ সৌগত রায়

0
2

রবিবার থেকে টানা বৃষ্টিতে (Heavy Rainfall) জলমগ্ন কলকাতা মহানগরীর অধিকাংশ এলাকায় জলে ভাসছে দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স (South Kolkata Lake Gardens) এলাকার বাসিন্দা তৃণমূল সাংসদ সৌগত রায় (TMC MP Sougata Roy)। এই টানা বৃষ্টিতে দক্ষিণ কলকাতায় সৌগত বাবুর এই এলাকাও ডুবে রয়েছে এক হাঁটু জলের তলায়। স্বাভাবিকভাবেই জল জমে থাকায় প্রবল ভোগান্তিতে বাসিন্দারাএই অবস্থায় নিজের পাড়াতেই হাঁটুজলে নেমে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। কোন রাস্তার কোনদিকে কতটা জল জমে আছে কিভাবে সরানো যেতে পারে সেসব খতিয়ে দেখতেই তৃণমূল সাংসদ  পরিস্থিতিখতে এদিন লুঙ্গি পরেই হাঁটুজলে নেমে পড়েন সৌগত বাবু। ঘুরে দেখেন এলাকার পরিস্থিতি। সাংসদ তথা পাড়ার ‘দাদা’কে দেখে এলাকার বাসিন্দারা নিজেদের সমস্যার কথা এসে জানিয়ে যান সংসদের সাথে সবাই এসে পাড়ার নানা সমস্যা নিয়ে আলোচনা করেন

 

advt 19