বাবুল সুপ্রিয় দলবদল করতেই ফের ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন বিজেপির সৌমিত্র খাঁ। জনৈক কৃষ্ণেন্দু করের একটি মিম নিজের ওয়ালে ভাগ করেছেন । তাতে তিন অক্ষরের একটি ‘ধাঁধা’য় শব্দের ছন্দে আক্রমণ করেছেন বাবুলকে । সেই ধাঁধাতেই এমন শব্দ অনুচ্চারিত রাখা হয়েছে যা অত্যন্ত কুরুচিকর।
নেটিজেনদের বক্তব্য স্পষ্ট,’বাবুল দু’বারের সাংসদ। ৭ বছর ধরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকেছেন। দলবদল করলেও তাঁকে কদর্য আক্রমণ করা ঠিক নয় । আর সৌমিত্র তো নিজেও তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। তার আগে কংগ্রেসে ছিলেন।’ যিনি এই কদর্য আক্রমণ করেছেন তিনি নিজেও দলবদলুদের দলেই নাম লিখিয়েছেন ।বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপির পক্ষ থেকে ‘বিশ্বাসঘাতক’ বলা হয়েছে।
সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অবশ্য সৌমিত্র খাঁর সমালোচনার জবাব দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন । বলেছেন , রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই তাঁকে আক্রমণ করবেন বিজেপি নেতারা। এটাই স্বাভাবিক। কিন্তু কটূ কথা বরদাস্ত করবেন না।


































































































































