পুজোর আগেই ভবানীপুর উপনির্বাচন। সেইমত জোরকদমে চলছে প্রচার।আজ শনিবার সকাল সকাল চেতলায় প্রচারে নামেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তারপরেই জনতার ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।দ্রব্যমূল্যের দামবৃদ্ধি নিয়ে স্থানীয়দের প্রশ্নের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে। শেষমেশ প্রচার না করেই বাড়ি ফিরতে হয় প্রিয়াঙ্কাকে।
আরও পড়ুন:পদ্ম ছেড়ে জোড়া ফুলে বাবুল: রাজনৈতিক তরজা তুঙ্গে
পুজোর আগেই উপনির্বাচনের বাদ্যি বেজেছে। দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে। সবদলই তাদের মত করে প্রচার শুরু করেছে। শনিবার চেতলায় সকালে প্রচার সারতে চেতলায় ফিরহাদ হাকিমের ওয়ার্ডে যান বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন তিনি। কিন্তু আচমকাই স্থানীয় মহিলারা তাঁকে ঘিরে ধরেন। গ্যাসের দামবৃদ্ধি থেকে শুরু করে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। এরপরই শুরু হয় বিক্ষোভ। তৃণমূলের পক্ষে স্লোগান তোলেন তাঁরা। তড়িঘড়ি বাড়ি ফিরতে হয় প্রিয়াঙ্কাকে।
