স্টুডেন্ট ক্রেডিট কার্ডে (Student Credit Card) নিয়ে একাধিক অভিযোগের ভিত্তিতে এবার কড়া মনোভাব নিলো নবান্ন (Nabanna)। অভিযোগ, বেশকিছু বেসরকারি ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের স্কিমকে মঞ্জুর করছে না। সব জেলাশাসকদের (DM) ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে এই সমস্ত ব্যাঙ্কের তালিকা তৈরির। মুখ্যসচিব (CS) হরিকৃষ্ণ ত্রিবেদী (H K Drevedi) স্বয়ং এমন নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সরকারি প্রকল্পে সহায়তা করতে রাজি না থাকলে সেই সমস্ত ব্যাঙ্কগুলির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে নবান্ন।
কৃষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট লোন, স্বনির্ভর গোষ্ঠীর টাকা ব্যাঙ্কের মাধ্যমেই সরাসরি পৌঁছে যায় গ্রাহকদের কাছে। এবার রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ না দিলে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ঋণ নিতে গিয়ে গ্রাহকদের হয়রানির এমন অভিযোগ জমা পড়েছে নবান্নে। তার ভিত্তিতেই মুখ্য সচিবের এমন কড়া নির্দেশ।


































































































































