গত বৃহস্পতিবারই বিরাট কোহলি( Virat kohli) জানিয়ে দেন টি-২০ বিশ্বকাপের( t-20 world cup) পর ২০ ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। তারপর থেকেই শুরু হয় জল্পনা শুরু হয় টি-২০ ক্রিকেটে পরবর্তী অধিনায়ক কে হবে? যদিও এই নিয়ে আলোচনার প্রয়োজন নেই বলেই মনে করছেন ভারতীয় ক্রিকেটের উপদেষ্টা কমিটির প্রধান মদন লাল( madan lal)। তিনি বলেন, এতে আলোচনার কোন প্রশ্ন নেই। পরের অধিনায়ক রোহিত শর্মা( rohit sharma)। এটা নিয়ে আলোচনার কোনও দরকারই নেই।

এদিন তিনি বলেন,” পরের অধিনায়ক রোহিত শর্মা। এটা নিয়ে আলোচনার কোনও দরকারই নেই। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ওর সাফল্য রয়েছে। আগামী দিনে ভারতীয় ক্রিকেট কী ভাবে এগিয়ে যাবে তা জয় শাহ বলে দিয়েছে। রোহিত সহ-অধিনায়ক ছিল, কোহলির সঙ্গে কাজ করে ওর অভিজ্ঞতাও বেড়েছে।”
আরও পড়ুন:সেনাবাহিনীতে আরও এক সম্মান পেলেন মহেন্দ্র সিং ধোনি









































































































































