কলকাতায়( Kolkata) সোনার ছেলে নীরজ চোপড়া( Neeraj Chopra)। বুধবার একটি বেসরকারি সংস্থার তরফে সংবর্ধনা দেওয়া হল টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) জ্যাভলিনে সোনাজয়ী নীরজকে। সেই অনুষ্ঠানে এসে নিজের পরবর্তী লক্ষ্যের কথা জানালেন নীরজ। প্যারিস অলিম্পিক্সে শুধু সোনা জয়ই নয়, নতুন বিশ্বরেকর্ড গড়াই লক্ষ্য যে তাঁর, কলকাতায় দাঁড়িয়ে জানিয়ে দিলেন নীরজ।

সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত মঙ্গলবারই কলকাতায় পা রাখেন নীরজ। বুধবার স্মারক দিয়ে সম্মানিত করা হয় তাঁকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়াড়ি, দমকল মন্ত্রী সুজিত বসু। অনুষ্ঠানে যোগ দিয়ে নীরজ বলেন,” টোকিও অলিম্পিক্সে সোনা জিতেছি। তবে ২০২৪ অলিম্পিক্সে লক্ষ্য থাকবে আরও ভাল কিছু করার। নিজের গড়া বিশ্বরেকর্ড নিজেই ভাঙার চেষ্টা করব। তবে সত্যি বলতে এবারে সোনা পাব তা ভাবিনি। ভাল ফল করাই লক্ষ্য ছিল আমার।
চলতি মরশুমে নামবেন না কোন প্রতিযোগিতায়। তাই এখনও কোন প্রস্তুতি শুরু করেননি যে তিনি, সেকথা জানাতে ভুললেন না নীরজ। সোনার ছেলে বলেন,” এখনও প্রস্তুতি শুরু করিনি। এ বছর আর কোনও প্রতিযোগিতা নেই। তবে সামনেই কমনওয়েলথ গেমস, ডায়মন্ড লিগ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। তার জন্য প্রস্তুতি শুরু করতে হবে।”
মঙ্গলবার রাতে চলে এসেছিলেন কলকাতায়৷ এর আগে এই শহরে আসলেও অলিম্পিক্সে সোনা জয়ের পরে প্রথমবার তিলোত্তমায় পা-রাখলেন নীরজ । সংবর্ধিত হয়ে আপ্লুত তিনি । নীরজের সঙ্গেই রয়েছেন মেন্টর ভীম সিং । অনুষ্ঠানে নিজের সাফল্যের পেছনে পরিবারের সাহায্য সমর্থন এবং ত্যাগ স্বীকারের কথা শোনালেন নীরজ। এছাড়াও ভলিবল খেলতে যে কতটা ভালোবাসেন সোনার ছেলে, সেকথাও জানালেন নীরজ।
আরও পড়ুন:‘ডার্বিতে তৈরি হয়েই মাঠে নামবো আমরা’, বললেন ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল ডিয়াজ









































































































































