‘দুয়ারে রেশন’ প্রকল্পে স্থগিতাদেশের আর্জি নিয়ে হাইকোর্টে জনাকয়েক রেশন ডিলারের মামলা বুধবার খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। ফলে এই প্রকল্প চালাতে কোনও বাধা রইল না রাজ্যের। এদিকে, বুধবার থেকেই জেলায় জেলায় দুয়ারে রেশন প্রকল্পের ‘পাইলট রান’ শুরু হয়েছে। খাদ্য দফতর জানিয়েছে, পরীক্ষামূলক ভাবে এই প্রকল্পের কাজ চলবে।
আরও পড়ুন: হিংসায় উত্তাল ত্রিপুরা, অভিযোগ জানাতে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েও সময় পেলেন না মানিক
একুশের নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন । সেই মতো বুধবার থেকে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালুও হয়েছে৷ ওদিকে কয়েক জন ডিলার হাইকোর্টে মামলা করে বলেন, এই প্রকল্প খাদ্য নিরাপত্তা আইনের বিরোধী। আইনে এ রকম কোনও ক্ষমতা দেওয়া নেই যাতে বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া যাবে। তাই এই প্রকল্পে স্থগিতাদেশ দেওয়া হোক৷ এই আবেদনই এদিন খারিজ হয়েছে৷












































































































































