আগামী বছর থেকে হতে চলেছে দশ দলের আইপিএল( Ipl)। আর তার জন্যই আগামী ১৭ অক্টোবর এই দুই নয়া দলের নিলামের বিড করা হতে পারে। আর এই বিডিং সংক্রান্ত যাবতীয় আলোচনা চলবে আগামী ২১ সেপ্টেম্বর অবধি। আর শেষে ৫ অক্টোবরে এই বিডগুলি বাছাই করা হবে।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই সংক্রান্ত এক সূত্র বলেছেন,”আগামী ১৭ অক্টোবর এই বিডিং আয়োজিত হবে এবং এই সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী ২১ সেপ্টেম্বর অবধি প্রদান করা হবে।”
২০২২ সালে কোন নতুন দু’টি শহরকে দেখা যাবে তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীর। তবে বিসিসিআইয়ের তরফে এখনও তারিখ জানানো হয়নি। সূত্রের খবর, আইপিএলের দল কেনার জন্য সংস্থার মোট সম্পত্তি আড়াই হাজার কোটি টাকা হতে হবে। একটি দল কেনার জন্য অন্তত দুই হাজার কোটি টাকা খরচ করতে হবে। আইপিএলে নতুন শহর হিসেবে উঠে আসছে আমেহদাবাদ, কটক, গুয়াহাটি, ধর্মশালা, ইন্দর, এবং লখনৌ-এর নাম।
আরও পড়ুন:সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা








































































































































