নবরূপে নবদুর্গা’র আগমনী

0
11

হ্যাঁ। ঠিক এই থিমকে সামনে রেখেই গত ৯ সেপ্টেম্বর ২০২১, কলকাতার আহিরীটোলা ঘাটে, সারাদিন ধরে ফটোশুট করলেন নয় জন দুর্গা রূপী উঠতি মডেল।

দি নিউ এরা প্রোডাকশনের কর্নধার সুমন বাগচী, ও সোমা’স মেকওভার এর কর্নধার সোমা মজুমদারের যৌথ পরিচালনায়, এবং অল ইন্ডিয়া টেকনিশিয়ান এন্ড আর্টিস্ট এ্যাসোসিয়েশন (AITAA) এর সেক্রেটারি জয়ন্ত দাশগুপ্তের সহযোগিতায়, সম্পন্ন হয় এই কার্যক্রম। সকলের অক্লান্ত পরিশ্রমে এক সুন্দর মনোরম পরিবেশে, সফলতা পায় ফটোশুট, বাতাসে ছড়িয়ে পড়ে আগমনীর শুভেচ্ছা বার্তা।

advt 19