ভারতীয় নৌসেনার মুকুটে নয়া পালক। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল দেশের প্রথম উপগ্রহ ও পরমাণু ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং যুদ্ধজাহাজ ‘আইএনএস ধ্রুব’। ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া ও চিনের পর এবার ভারতের কাছেও থাকবে এই ক্ষেপনাস্ত্র। এবার ভারত মহাসাগরে চিনের মোকাবিলায় বড়সড় পদক্ষেপ নেবে এই যুদ্ধজাহাজটি।
আরও পড়ুন:অসম এবং মিজোরামের সীমান্ত বিবাদ মেটানোর প্রক্রিয়ার মধ্যেই অপহরণের অভিযোগ
ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ‘ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা (ডিআরডিও) এবং ‘ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন’-এর যৌথ উদ্যোগে তৈরি ১০ হাজার টনের এই যুদ্ধজাহাজটি শুক্রবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম নৌঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে নৌসেনায় যোগ দিচ্ছে।
১০ হাজার টন ওজনের ‘ধ্রুব’-র প্রধান বৈশিষ্ট অতি সংবেদশীল ‘অ্যাক্টিভ আরে স্ক্যান রেডার’। যা ভারতের উপর নজরদারি চালানো উপগ্রহকে ধরে ফেলবে। পুরো এলাকায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর তীক্ষ্ণ নজর রাখবে। সেইসঙ্গে ভারতীয় অঞ্চলের ম্যাপিং করবে। এছাড়াও ভারতের বিভিন্ন শহর এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের বিষয়ে আগেভাগেই সতর্কবার্তা দেবে। গভীর সমুদ্রে শত্রু ডুবোজাহাজের সন্ধান এমনকি, সমুদ্রতলের গঠন সংক্রান্ত গবেষণার কাজেও সাহায্য করতে সক্ষম এই ‘আইএনএস ধ্রুব’।সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজরদারির ক্ষেত্রে আইএনএস ধ্রুবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।































































































































