ত্রিপুরায় সিপিএম-বিজেপি-কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগ ৯৫৭ জনের

0
2

ত্রিপুরায় ফের সিপিএম (CPM), বিজেপি (BJP), কংগ্রেসে (Congress) ভাঙন। বুধবার ২৫২ টি পরিবার থেকে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করেন ৯৫৭ জন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya), INTTUC র পশ্চিমবঙ্গ সভাপতি ও প্রাক্তন সাংসদ শ্রী ঋতব্রত বন্দোপাধ্যায় (Rirabrata Banerjee), প্রাক্তন সাংসদ ও তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব (Susmita Deb) এবং ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শ্রী সুবল ভৌমিক, শ্রী প্রকাশ দাস সহ অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুন- দিদির উপহারের ধুতি-পাঞ্জাবি পরেই ভবানীপুরের মানুষের বাড়ি বাড়ি ভোট চাইবেন মদন advt 19