১) বিবাহবিচ্ছেদ হল শিখর ধাওয়ানের। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায় বিবাহ বিচ্ছেদের কথা জানান। ন’বছর এক সঙ্গে থাকার পর বিচ্ছেদের কথা জানালেন এই দম্পতি।

২) রবিবার কাঠমান্ডুতে নেপালের বিরুদ্ধে দ্বিতীয় আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে সুনীল ছেত্রীরা ২-১ জিতলেও খুব একটা উচ্ছ্বসিত নন কোচ ইগর স্টিমাচ। তাঁর মতে, অনেক উন্নতি করতে হবে ভারতীয় দলকে।
৩) আরও এক মরশুমের জন্য এসসি ইস্টবেঙ্গলেই থাকছেন সৌরভ দাস। মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে ঘোষণা করা হয়, এক বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন দুই তরুণ ফুটবলার সৌরভ দাস ও সোংপু সিংসিট।
৪) গত মরশুমের আইএসএলের গোল্ডেন গ্লাভস জয়ী অরিন্দম ভট্টাচার্যকে এক বছরের চুক্তিতে সই করিয়েছে এসসি ইস্টবেঙ্গল। আর এই সই -এর বেশ নিশ্চিন্ত অরিন্দম। বললেন অবশেষে সঠিক সিদ্ধান্তটিই নিয়েছি।
আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ









































































































































