মার্কিন বাহিনী দেশ ছাড়ার পর তালিবানের লক্ষ্য এখন পঞ্জশির দখল। কিন্তু উপত্যকায় এখনও দখল নিতে পারেনি তারা। নর্দার্ন অ্যালায়ান্সের সামনে মুখ থুবড়ে পড়েছে তালিবানরা। পঞ্জশির দখলে তারা এতটাই মরিয়া যে আফগানিস্তানে সরকার গঠনও বারবার পিছিয়ে দিয়েছে তারা। এদিকে যুদ্ধও দিনে দিনে আরও তীব্র হয়ে উঠছে। এমতাবস্থায় শান্তির আলোচনা জন্য প্রস্তুত বলে তালিবানদের বার্তা দিলেন নর্দার্ন অ্যালায়ান্স-এর অন্যতম নেতা আহমেদ মাসুদ। তবে পঞ্জশির উপত্যকা ও পার্শ্ববর্তী আন্দারব থেকে সরতে হবে তালিবানদের বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:তালিবানদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারালেন মাসুদের মুখপাত্র ফাহিম দাস্তি, শোকস্তব্ধ পঞ্জশির
গোটা আফগানিস্তান দখল করলেও পঞ্জশির এখনও কব্জা করতে পারেনি তালিবানরা। এমনকি তালিবানদের কাছে মাথা নোয়ানোর আগে গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ-র সঙ্গে হাত মিলিয়ে উত্তরে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছেন মাসুদ বাহিনী। পঞ্জশিরকে তাদের দখলে আনতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে তালিবানও। বিগত কয়েক সপ্তাহ ধরে লড়াইয়ের পর তালিবানের দাবি, পঞ্জশিরের একাধিক গুরুত্বপূর্ণ জেলা তারা দখল করে নিয়েছে। অন্য দিকে, পাল্টা জবাবে উত্তরের জোট জানিয়েছে, এখনও পর্যন্ত তালিবান বাহিনীর এক হাজারেরও বেশি সেনাকে তারা মেরে ফেলেছে।
এই চাপানউতোরের মাঝেই আহমেদ মাসুদ বিবৃতি জারি করে বললেন, ‘‘ধর্ম ও নৈতিকতা মেনে তালিবানের সঙ্গে শান্তি আলোচনায় যেতে প্রস্তুত উত্তরের জোট। তালিবান যদি নতুন সরকারে সব বর্গের প্রতিনিধিদের জায়গা দেয়, তা হলে আমরাও তাতে শামিল হতে প্রস্তুত।’’ এর আগেও তিনি একাধিকবার আলোচনার বার্তা দিয়েছিলেন। যদিও তাতে কাজ হয়নি। এমনকি শনিবার তালিবানদের বিরুদ্ধে সাহায্যের জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সালেহ।































































































































