১) খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হল ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের তৃতীয় দিনের খেলা। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৭০ দাঁড়িয়ে টিম ইন্ডিয়া।

২) দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলে সই করলেন নাওরেম মহেশ সিং, অঙ্কিত মুখোপাধ্যায়।
৩) রবিবার নেপালের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে মাঠ সমস্যায় সুনীল ছেত্রী, প্রীতম কোটালরা।
৪) টোকিও প্যারালিম্পিক্সে ভারতের সাফল্য অব্যাহত। এদিন ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের এসএলথ্রি বিভাগে পদক জয় প্রমোদ ভগত এবং মনোজ সরকারের।
৫) টোকিও প্যারালিম্পিক্সে ভারতের সাফল্য অব্যাহত। শনিবার সকালে জোড়া পদক ভারতের। ৫০ মিটার পিস্তল বিভাগে সোনা জিতলেন মণীশ নারওয়াল ৷ রুপোর পদক জিতেছেন সিংহরাজ আধানা।
আরও পড়ুন:কেমন যাবে আজকের দিন









































































































































