দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। শনিবার কেরালা ব্লাস্টার্স থেকে এক বছরের জন্য লোনে ইস্টবেঙ্গলে যোগ দিলেন নাওরেম মহেশ সিং। ২২ বছরের এই ফরোয়ার্ড গত বছর সুদেভা দিল্লি এফসির হয়ে আইলিগে খেলেছিলেন। ওপর দিকে আরও এক মরশুমের জন্য লাল-হলুদেই থেকে গেলেন অঙ্কিত মুখোপাধ্যায়।
এদিন লাল-হলুদে সই করে উচ্ছসিত নাওরেম মহেশ সিং। তিনি বলেন,” এটি একটি বড় সুযোগ আমার কাছে। বড় হওয়ার সময়ে আমি ইস্টবেঙ্গল সম্বন্ধে অনেক কথা শুনেছি। আমার স্বপ্ন ছিল ইস্টবেঙ্গলে খেলা। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম ক্লাব এবং আমি অপেক্ষা করে রয়েছি লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামার জন্য।”
🤝DONE DEAL🤝
Young forward 𝗡𝗮𝗼𝗿𝗲𝗺 𝗠𝗮𝗵𝗲𝘀𝗵 𝗦𝗶𝗻𝗴𝗵 joins us on a season-long loan deal from @KeralaBlasters .
You are now a part of the family, 𝙩𝙤𝙧𝙘𝙝𝙗𝙚𝙖𝙧𝙚𝙧 🔴🟡 #WelcomeNaorem #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/vsQQUhhGhh
— East Bengal FC (@eastbengal_fc) September 4, 2021
ওপর দিকে আরও এক মরশুমে জন্য এসসি ইস্টবেঙ্গলে সই করে অঙ্কিত বলেন,” এটা সবসময় গর্বের ইস্টবেঙ্গলে খেলতে পারাটা। আমার লক্ষ্য নিজের সেরা পারফরম্যান্স দেওয়া।”
🎼তোমায় হৃদ-মাঝারে রাখব, ছেড়ে দেব না।🎼
Right-back 🅰🅽🅺🅸🆃 🅼🆄🅺🅷🅴🆁🅹🅴🅴 has extended his stay with us, putting pen-to-paper on another one-year deal that will keep him at the club till the end of the season.📝🔴🟡
How excited are you?#AnkitStays #WeAreSCEB #HeroISL pic.twitter.com/4wPxz2ruBV
— East Bengal FC (@eastbengal_fc) September 4, 2021
আরও পড়ুন:রবিবার হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্তিনা