রবিবার নেপালের ( Nepal) বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল( India)। তার আগে মাঠ সমস্যায় সুনীল ছেত্রী(Sunil Chhetri), প্রীতম কোটালরা( Pritam kotal)। যার ফলে রবিবারের ম্যাচের আগে পুরোদমে অনুশীলন করতে পারল না ইগর স্টিমাচের দল।

নেপালের যাওয়ার পর থেকে মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভারতীয় দল। কিন্তু এই মুহূর্তে মাঠের পরিস্থিতি এতটাই খারাপ যে, প্রথম ম্যাচ খেলার পর থেকে অনুশীলনই করতে পারেননি সুনীল ছেত্রীরা। এদিকে শুক্রবার সকালে বৃষ্টি হওয়ায় বিকেলের অনুশীলন বাতিল করে দেওয়া হয় টিম ইন্ডিয়ার। ম্যাচের আগের দিন শনিবার সামান্য স্ট্রেচিং করে উঠে যান গুরপ্রীত সিংহ সান্ধু, অনিরুদ্ধ থাপারা।
ভারতীয় দলকে যে মাঠে অনুশীলন করতে দেওয়া হয়, সেই মাঠের অবস্থা এতটাই খারাপ যে, নামলেই জলে গোড়ালি ডুবে যাচ্ছে ফুটবলারদের। যার ফলে অনুশীলন করতে গিয়ে ফুটবলারদের চোটের সম্ভাবনা থাকছে। আর এরপরই এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় দলের তরফ থেকে।
আরও পড়ুন:উদ্বোধন হল বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জারের ছয় দলের জার্সি









































































































































